ফখরুলের হাতে ছাত্রদলের ‘বৈধ’ প্রার্থীদের তালিকা
২৮ আগস্ট ২০১৯ ১৫:৪০
ঢাকা: ছাত্রদলের শীর্ষ দুই পদের জন্য ‘বৈধ’ প্রার্থীদের খসড়া তালিকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বৈধ প্রার্থীর তালিকা তুলে দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৬-৯৮) বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক (২০০২) বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০০৫-২০০৯) স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০০৯-১২) বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ছাত্রদলের সাবেক সভাপতি (২০১৪-২০১৯) বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাছাই কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯৩-১৯৯৬) বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সভাপতি (২০০৯-১২) যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি (২০১২-১৪) স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০১২-২০১৪) ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (২০১৪-১৯) বিএনপির নির্বাহী সদস্য আকরামুল হাসান।
এর আগে মঙ্গলবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের খসড়া তালিকা প্রকাশ করে বাছাই কমিটি।
খসড়া তালিকা অনুযায়ী ছাত্রদলের সভাপতি পদে বৈধ ১৫ প্রার্থী হলেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মো. মামুন খান, আশরাফুল আলম ফকির, মো. ফজলুর রহমান খোকন, মো. আব্দুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. সুরুজ মন্ডল, মো. শামীম হোসেন, সুলাইমান হোসেন, মো. ইলিয়াস, এরএম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।
এছাড়া সাধারণ সম্পাদক পদে বৈধ ৩০ প্রার্থী হলেন- মো. জাকিরুল ইসলাম জাকির, মো. কারিমুল হাই, মাজেদুল ইসলাম, মো. আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো. মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহ নাওয়াজ, মো. মহিউদ্দিন রাজু, মুন্সি আনিসুর রহমান, মো, ইকবাল হোসেন শ্যামল, মো. জুয়েল হাওলাদার, মো. হাসান, মো, মিজানুর রহমান শরিফ, মো. রাশেদ ইকবাল খান, মো. আরিফুল হক, রিয়াদ মো. ইকবাল হোসাইন, মো. আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, আব্দুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মো. আবুল বাশার, মো. আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম, এ এ এম ইয়াহ ইয়া।
জানা গেছে, খসড়া তালিকা প্রকাশের পর বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি শেষে আগামী ২ সেপ্টম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ হবে।
ছাত্রদলের বৈধ প্রার্থী তালিকা নির্বাচন পরিচালনা কমিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর