Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুরকে আত্মসমর্পণের নির্দেশ


২৯ আগস্ট ২০১৯ ০০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

বুধবার (২৮ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মিজানুর রহমান চাকলাদারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

শুল্ক ফাঁকি ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে (দীপু) আসামি করে গত ১৬ জানুয়ারি ঢাকার রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বিজ্ঞাপন

এই মামলায় সেদিনই মিজানুর রহমান চাকলাদারকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দারা। ২৩ জানুয়ারি মামলাটি সিআইডির কাছে  হস্তান্তর করা হয়। গত ১৪ ফেব্রুয়ারি তাকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভুইয়া। এই জামিন বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে বাদিপক্ষ।

আদালত গত ২৫ জুন তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু মিজানুর রহমান ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ না করে দায়রা জজ আদালতের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

হাইকোর্টে এই আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হওয়ার পর তিনি ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন গত ১০ জুলাই। এরপর তিনি হাইকোর্ট থেকে গত ১৪ জুলাই জামিন নেন। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এই আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার জজ আদালত জামিন বাতিল করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

মিজানুর রহমান সিঅ্যান্ডএফ এজেন্ট

বিজ্ঞাপন

পোড়া প্রজাপতি
২৬ জুলাই ২০২৫ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর