Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ১ শ্রমিকের মৃত্যু


২৯ আগস্ট ২০১৯ ১১:৪৭ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১১:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর আদাবরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আদাবরের ১০ নম্বর রোডে নির্মাণাধীন ভবনের ৮ তলায় মাচান বেঁধে কাজ করার সময় ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সাউল্লাহ (২৫) নামের একজন নিহত ও আবদুল হালিম (২৬) আহত হোন। তারা ভবনে নির্মাণশ্রমিকের কাজ করতেন।

নিহত শ্রমিকের সহকর্মী হাবিবুর রহমান জানান, নিহতের বাড়ি নওগাঁ সাপাহার উপজেলার জবই গ্রামে। তারা ওই ভবনে থাকতেন।

তিনি আরও জানান, ৮ তলার মাচান ভেঙে পড়ে যাওয়ার পর দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সানাউল্লা মারা যান। আহত আব্দুল হালিম ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘মৃতদেহ মর্গে রাখা হয়েছে। হালিমের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।’

আদাবর টপ নিউজ শ্রমিক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর