Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু


২৯ আগস্ট ২০১৯ ১২:২২ | আপডেট: ২৯ আগস্ট ২০১৯ ১৫:৫৪

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মনীষা (১২) নামের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তার মৃত্যু হয় বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

মনীষার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায়। তার বাবার নাম মকবুল হোসেন।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ২৬ আগস্ট মনীষাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়। রংপুর মেডিকেলে এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেল।

হাসপাতালের মুখপাত্র ডা. আসাদুজ্জামান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু আজ সকালে মারা গেছে। এছাড়া এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৫৯ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে গেছে।

টপ নিউজ ডেঙ্গু রংপুর মেডিকেল কলেজ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর