এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল
২৯ আগস্ট ২০১৯ ১৯:৩২
ঢাকা: ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১ এপ্রিল থেকে শুরু হবে এই পরীক্ষা। চলবে ৪ মে পর্যন্ত।
বুধবার (২৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
সময়সূচি অনুযায়ী, আগামী ১ এপ্রিল এইচএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ মে থেকে ১৩ মে’র মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওয়েবসাইটে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে শিক্ষার্থীদের হলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালেও এপ্রিলের প্রথম দিনে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা।