ইয়াবা পাচার: চট্টগ্রামে শ্যামলী পরিবহনের বাস জব্দ, আটক ২
২৯ আগস্ট ২০১৯ ২১:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বাসচালকের সহকারীর কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর শ্যামলী পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। এসময় ১৬ হাজার ৫৭০ পিস ইয়াবাসহ বাসচালকের সহকারীসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক দুইজন হলেন-বাসচালকের সহকারী মো. শাহীন (২২) ও তার সহযোগী মো. মিজান (২৪)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাটে ঢাকা অভিমুখী শ্যামলী পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালায় র্যাবের একটি দল।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করছে। বাসের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে নিয়ে তারা ঢাকায় যায়। ইয়াবা পাচারে ব্যবহৃত হওয়ায় বাসটিও জব্দ করা হয়েছে।