ফ্লাইওভার থেকে নিচে ফেলা বস্তায় মিলল ৪০ হাজার ইয়াবা
২৯ আগস্ট ২০১৯ ২৩:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে ফ্লাইওভারের ওপর থেকে ছুঁড়ে ফেলা ব্যাগে ৪০ হাজার ইয়াবা পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে ট্রাফিক বক্সের আনুমানিক ৫০ গজ দূরে ব্যাগটি পাওয়া যায় বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ।
তারেক আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ফ্লাইওভারের ওপর থেকে আকস্মিকভাবে চটের ব্যাগটি নিচে রাস্তায় ফেলা হয়। ট্রাফিক সার্জেন্ট কুদ্দুস ব্যাগটি উদ্ধার করে পুলিশ বক্সে নিয়ে যান। পরে থানা পুলিশের উপস্থিতিতে সেটিতে তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা পাওয়া গেছে।’
ফ্লাইওভারে চলন্ত গাড়ি থেকে ব্যাগটি ফেলা হয়েছে অথবা অসতর্কতাবশত পড়ে গেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান সারাবাংলাকে জানান, চটের ব্যাগটি ফেলার পর সড়কে উৎসাহী লোকজনের ভিড় লেগে যায়। ব্যাগটি উদ্ধারের পর এর ভেতরে ছোট ছোট বান্ডেলে থাকা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার আশিক।