Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তের ওপারে ৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ


৩০ আগস্ট ২০১৯ ০১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সীমান্তের ওপার থেকে ৫ বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) হরিপুর উপজেলার মলানী কাঠালডাঙ্গী সীমান্ত সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

যাদের আটক করা হয়েছে, তারা হলেন উপজেলার গেদুরা ইউনিয়নের মলানী গ্রামের রুবেল মিয়া (২৫) ও তার ভাই আজিজুল (২২), আটঘরিয়ার মাহবুব (১৬), মন্নাটুলি গ্রামের শামসদ্দিন (২৪) এবং চাতোর গ্রামের আবু বক্কর (২৪) ।

গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মিলেনি। তবে হরিপুর থানার ওসি আমিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে নিশ্চিত নয় বলে জানান।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার দুপুরে মলানী কাঠাল সীমান্তের ৩৬৯/১ পিলার এলাকা দিয়ে ওপার থেকে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় ভারতের নারগু -১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের আটক করে ওই দেশটির পুলিশের হাতে সোর্পদ করে।

সূত্র জানায়, আটককৃতরা ভারতের পাঞ্জাব প্রদেশে শ্রমিকের কাজ করছিল। বাড়ি ফেরার সময় বাংলাদেশ মলানী সীমান্তের বিপরীতে ভারতের নারগুন চৌকির বিএসএফ জওয়ানরা তাদের আটক করে।

ঠাকুরগাঁও বাংলাদেশি আটক বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর