Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের


৩০ আগস্ট ২০১৯ ১২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম ছাদেক হোসেন (১৮)।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে শ্যামনগর সড়কের ইছাকুড় পানির ট্যাংকির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে।

শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথে ইছাকুড় রশিদ প্রফেসরের বাড়ির সামনে পৌঁছলে একটি ব্যাটারিচালিত টমটমকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এসময় উল্টোদিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান।

বিজ্ঞাপন

গুরুতর আহত ছাদেককে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টমটম মোটরসাইকেল চালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর