Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে সিগারেট ও মোবাইলসহ আটক ১


৩০ আগস্ট ২০১৯ ১৩:৫২

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৪ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেট ও ৯৬ পিস মোবাইলসহ আবুল কাশেম নামে ১ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দুবাই থেকে আসা আবুল কাশেম (৩৯) কে আটক করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মোঃ আলমগীর হোসেন।

তিনি সারাবাংলাকে জানান, আটক আবুল কাশেম কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৫) ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন ব্র্যান্ডের। আটক মোবাইলগুলো শাওমির বিভিন্ন মডেলের। আবুল কাশেমের কাছ থেকে আটক সিগারেট ও মোবাইলের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

আলমগীর হোসেন আরও জানান, আটক আবুল কাশেম ফেনি জেলার ফুলগাজী থানাধীন মনিপুর (আমজাহাট) গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের পুত্র। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শাহজালাল বিমানবন্দরে সিগারেট ও মোবাইল জব্দ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর