Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ঢামেকে নারীর মৃত্যু


৩০ আগস্ট ২০১৯ ১৮:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুন্নি বেগম (৫২) নামের এক গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।

মুন্নির ছেলে ইমরান হোসেন জানান, তাদের বাড়ি কেরানীগঞ্জের খোলামোড়ায়। গত ৯দিন ধরে তার মা মুন্নি জ্বরে আক্রান্ত। তারপর কেরানীগঞ্জের কয়েকটি হাসপাতালে রক্ত টেস্ট করা হয়। কিন্তু ডেঙ্গু ধরা পড়েনি।

ইমরান জানান, গত ২৮ আগস্ট তার মাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) তার মায়ের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এর মধ্যে মায়ের অবস্থা খারাপ হতে থাকে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে তার মা মারা যান।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৮৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ছুটি নিয়েছে ৫৬ জন। বর্তমানে ৪৬৯ জন রোগী ভর্তি আছেন।

টপ নিউজ ডেঙ্গু ঢাকা মেডিকেল ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর