বরিশালে জাল টাকার কারবারি আটক
৩০ আগস্ট ২০১৯ ১৯:২৫
বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে কাঞ্চন হাওলাদার (৫৫) নামে এক জাল টাকার কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৪৪ হাজার জাল নোট জব্দ করা হয়। র্যাব জানিয়েছে, প্রতিটি এক হাজার টাকার নোট।
শুক্রবার (৩০ আগস্ট) ভোর রাতে উপজেলার দেহেরগতি এলাকা থেকে কাঞ্চনকে আটক করা হয়। তার বাড়ি ওই গ্রামেই।
এদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, গোপন সংবাদ ছিল— দেহেরগতি গ্রামে জাল টাকা হস্তান্তর হবে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। কাঞ্চন নামে এক ব্যক্তিকে আটকের পরে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জাল টাকার ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাঞ্চনের ঘর থেকে ৪৪ হাজার জাল নোট উদ্ধার হয়। প্রতিটি এক হাজার টাকার নোট।
এ বিষয়ে র্যাব-৮ এর ডিএডি মো. সাইদুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।