Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মিরিদের ওপর নির্যাতনের অভিযোগ


৩০ আগস্ট ২০১৯ ২০:২৯

স্বায়ত্বশাষণের দাবিতে আন্দোলনরত জম্মু-কাশ্মিরিদের ওপর ভারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন চালাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির একজন প্রতিবেদন ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন গ্রামে ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তাদের লাঠিপেটা করার পাশাপাশি বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছে।

অনেক গ্রামবাসী ওই প্রতিবেদককে তাদের শরীরের আঘাতের ক্ষতচিহ্নও দেখিয়েছেন। তবে বিবিসির প্রতিবেদক এই অভিযোগের সত্যতা যাচাইয়ে সরকারি কর্মকর্তাদের করও সঙ্গে কথা বলতে পারেননি।

তবে ভারতীয় সেনাবাহিনী তাদের (কাশ্মিরিদের) দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।

গত ৫ আগস্ট ভারত সরকার কাশ্মিরিদের ‘বিশেষ মর্যাদা’ তুলে নেওয়ার পর আন্দোলন ঠেকাতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে।

এই ঘটনার পর সেখানে কয়েক হাজার পুলিশ মোতায়েনের পাশাপাশি ৩ হাজার কাশ্মিরি নেতা-কর্মী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কাশ্মিরের বাইরে থাকা অনেক কাশ্মিরি ফিরতে শুরু করেছে নিজ জন্মভূমিতে গৃহবন্দি হতে।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর