Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির প্রীতিলতা হলের ডাইনিংয়ে খসে পড়ল সিলিং ফ্যান


৩১ আগস্ট ২০১৯ ১৭:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের ডাইনিং রুমে দুপুরের খাবার খাওয়ার সময় খসে পড়েছে একটি সিলিং ফ্যান। এসময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন পাশে বসা এক ছাত্রী।

শনিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হলে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২য় বর্ষের ছাত্রী হাফসা আকতার বলেন, ‘ফ্যানের নিচেই বসেছিলাম। ফ্যানটা ভেঙে গিয়ে আমার পাশের চেয়ারে পড়ছে। দুটো চেয়ার একসাথে জোড়া লাগানো ছিল। ফ্যানটি আমার পাশের চেয়ারে পড়ে পাখাগুলো ভেঙে গেছে। আমি ধাক্কা খেয়ে উঠে যাই। পাশের চেয়ারটায় বসলে ফ্যানটা আমার মাথায় পড়ত। ডাইনিং কক্ষের অন্যান্য ফ্যানগুলো অনেক পুরনো। এগুলো মেরামত করা হয় না।’

বিজ্ঞাপন

জানতে চাইলে প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, ‘আজ ছুটির দিন। অফিসও বন্ধ। আমি বাইরে আছি। আর কেউ এ বিষয়ে আমাকে কিছু বলেনি। জানলে বলতে পারব।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রীতিলতা হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর