Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের মোবাইল ব্যবহার খতিয়ে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী


৩১ আগস্ট ২০১৯ ২০:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা: রোহিঙ্গারা কীভাবে মোবাইল নেটওয়ার্কের সুবিধা নিচ্ছে সেটা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (৩১আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে গণমাধ্যমকর্মীদের তিনি এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মোবাইল নেটওয়ার্ক নিতে গেলে এনআইডি (জাতীয় পরিচয়পত্র নম্বর) লাগে। আমার কেমন কেমন লেগেছে, আশ্চর্য হয়েছি, যাদের (রোহিঙ্গা) কোনো এনআইডি নাই, তারা সবাই মোবাইল ব্যবহার করছে।’

ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘নিশ্চয়ই কেউ তাদের এই সুবিধা ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছে, এটা আমরা খতিয়ে দেখব। এবং তাদের এই মোবাইল ব্যবহারে আমাদের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী ব্যবহার মোবাইল রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর