Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জগঠন ফের পেছাল 


১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জগঠনের দিন ফের পেছাল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৬ সেপ্টেম্বর চার্যগঠনের দিন ঠিক করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই দিন ঠিক করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, চতুর্থবারের মতো এই মামলার চার্জগঠনের দিন পেছাল। এরই মধ্যে ২৯ আগস্ট হাইকোর্ট থেকে এ মামলা ৬ মাসের জন্য স্থগিত আদেশ এসেছে। কিন্তু আসামিপক্ষ আদেশের সার্টিফাইড কপি না দেখাতে পারায় নতুন তারিখ দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

আইনজীবী বাবু বলেন, সাংবাদিক শিমুল হত্যা মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসার পর প্রথম চার্জগঠনের দিন ছিলো গত ৮ আগস্ট। এরপরে দ্বিতীয় দিন ছিল ১৮ আগস্ট। তৃতীয় দিন ছিল ২৫ আগস্ট রোববার। সর্বশেষ ১ সেপ্টেম্বর ছিল চার্জ গঠনের দিন। কিন্তু আসামিপক্ষ নানা অজুহাতে বারবার চার্জ গঠনের জন্য তারিখ পেছানোর আবেদন করে। গতবার তারা মামলার ৯ নম্বর আসামি কালু চাঁপাইনবাবগঞ্জে ১৫১ ধারায় আটক হয়েছে বলে চার্জ গঠনের তারিখ পেছানোর দাবি করে। এছাড়া মামলার ১৪ নম্বর আসামি সাহেব আলী ৩৪ ধারায় শাহজাদপুর থানায় গ্রেফতার হয়েছে বলে চার্জ গঠনের তারিখ পেছানোর আবেদন করে।

গত বছরের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মেয়র মিরুর দুই ভাই মিন্টু ও পিন্টু অস্ত্রের মুখে তুলে নিয়ে হাত-পা ভেঙে দেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা মেয়রের বাড়ি ঘেরাও করে। এ সময় মেয়রের পক্ষে দু’টি শটগান থেকে গুলি ছোড়া হয়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধহয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।

ওই ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।

সাংবাদিক শিমুল হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর