Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এসএফ ডেনিম’ গার্মেন্টসের ৭০০ শ্রমিক চাকরিচ্যুত


১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৩

ঢাকা: শ্রম আদেশ না পাওয়ায় ব্যয় সংকোচন করতে এসএফ ডেনিম অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় একসঙ্গে ৭০০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের ওই কারখানায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে। তবে শ্রমিক সংগঠনগুলো বলছে, কারখানায় ইউনিয়ন করার উদ্যোগ নেওয়ার ওই শ্রমিকদের চাকরিচ্যুত করা হয়েছে।

কোনরকম পূর্ব ঘোষণা ছাড়াই ঈদের পর আকস্মিক নোটিশে তাদের চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় ওই কারখানায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে। তবে এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সিঅ্যান্ডএ, এইচঅ্যান্ডএমের মতো বিশ্বের নামি কয়েকটি ব্র্যান্ডের জন্য পোশাক সরবরাহকারী এই কারখানাটি। নিজেরদের তারা সম্পূর্ণ কমপ্লায়েন্ট বলেও দাবি করে থাকে।

বিজ্ঞাপন

জানতে চাইলে বিজিএমইএ সভাপতি রুবানা হক সারাবাংলাকে বলেন, ‘কারখানাটি দীর্ঘদিন ধরেই নতুন কোনো অর্ডার পাচ্ছিল না। আগের চেয়ে তাদের ক্রয় আদেশ ৫০ শতাংশ কমে গেছে। ক্রেতা সংকটের কারণে কারখানাটি শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়েছে।’ কারখানাটি সচল করতে বিদেশি ক্রেতাদের আরও বেশি পোশাক কেনার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ সারাবাংলাকে বলেন, ‘অর্ডার কমে যাওয়ায় প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখতে কোম্পানি তাদের খরচ ৫০ শতাংশ কমিয়েছে। খরচ কমানোর জন্য তারা এটা করেছে। নিময় অনুযায়ী শ্রমিকদের সব পাওনা দিয়েই তা করা হয়েছে।’

তবে শ্রমিক সংগঠনগুলো বলছে ভিন্ন কথা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার সারাবাংলাকে বলেন, ‘কোন পূর্ব ঘোষণা ছাড়াই এসএফ ডেনিম ৭০১ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এর মধ্যে অনেকেই গর্ভবতী নারী রয়েছেন, যাদের নিয়ম অনুযায়ী চাকরি থেকে বাদ দেওয়া যায়না। যাদের চাকরি গেছে তাদের বেশিরভাগই সংঘবদ্ধ হতে চেয়েছিল। শ্রমিক ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছিল। প্রতিবছরই এ কারখানা শ্রমিকদের চাকরিচ্যুত করে। কারখানাটির বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।’

বিজ্ঞাপন

টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সারাবাংলাকে বলেন, ‘তারা অনেক শ্রমিক ছাঁটাই করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আইন ভঙ্গ করে কেন তারা শ্রমিকদের সঙ্গে এমন আচরণ করলো, তা আমাদের কাছে এখনও পরিষ্কার নয়।’

ডেনিম ডেনিম অ্যাপারেলস লিমিটেড