খালেদার মুক্তিতে আন্দোলন জোরদারের আহ্বান চট্টগ্রাম বিএনপির
১ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৪
চট্টগ্রাম ব্যুরো: প্রতিষ্ঠাবার্ষিকীর সভা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাকর্মীদের জোরদার আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে গণমিছিল পরবর্তী আলোচনা সভায় নেতারা এই আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা দেশ ও জাতির চরম সংকটকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে। সরকার গণতন্ত্র, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকেও কারাবন্দি করে রেখেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শপথ নিতে হবে, আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবই। এজন্য সবাইকে রাজপথে এসে আন্দোলন-সংগ্রাম করতে হবে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে হবে।’
শাহাদাত আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরী। দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিল বিএনপি। কিন্তু সেই গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশজুড়ে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, নারী ও শিশুদের ওপর পৈশাচিকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব চলছে। মানুষের প্রতিবাদী জাগরণকে চাপা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখেছে সরকার।’
সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু হয়েছিল। বিএনপিকে ধ্বংস করার জন্য আাওয়ামী লীগ উঠেপড়ে লেগেছে। নানা ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু বিএনপি কোনোদিন শেষ হবে না। অগণতান্ত্রিক সরকার এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রাতের অন্ধকারে ভোটের বাক্স ভরিয়েছে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’
নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, ‘দেশে এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। এই অবস্থা বেশিদিন চলতে দেওয়া যাবে না। জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন আরও জোরদার করতে হবে।’
নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, জয়নাল আবেদীন জিয়া, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কী, মাহবুবুল আলম, মফিজুল হক ভূঁইয়া, নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গির আলম দুলাল, কাউন্সিলর আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, সহ-সম্পাদক মো. ইদ্রিস আলীসহ অন্যরা।
আন্দোলন জোরদারের আহ্বান খালেদা জিয়ার মুক্তি চট্টগ্রাম বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি