চবি ছাত্রলীগের ডাকা অবরোধ প্রত্যাহার
১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস পেয়ে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেয়।
রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য সম্মেলন কক্ষে এক সভা শেষে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়।
উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরিন আখতার বলেন, ‘তাদের যে দাবি-দাওয়া ছিল সেগুলো মিটিংয়ে আলোচনা হয়েছে। প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছে।’
অবরোধ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে বিজয় গ্রুপের নেতা ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন সারাবাংলাকে বলেন, ‘আমাদের দাবি-দাওয়া প্রশাসন মেনে নিয়েছে। প্রশাসনের আশ্বাস পেয়ে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’
এর আগে শনিবার (৩১ আগস্ট) রাত পৌনে বারোটার দিকে সোহরাওয়ার্দী হলের মোড়ে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) ও বিজয় নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এই ঘটনার জের ধরে ট্রেন চালককে অপহরণ করে এক গ্রুপ। ফলে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।