Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থলে আঘাত হেনেছে শক্তিশালী ডোরিয়ান


২ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৭

শক্তিশালী হ্যারিকেন ডোরিয়ান পাঁচ মাত্রায় উন্নীত হয়ে স্থলে আছড়ে পড়েছে। বাহামা দীপপুঞ্জের উত্তর-পশ্চিম অঞ্চলে বাতাসের রেকর্ড গতিবেগে আঘাত হেনেছে ঝড়টি। খবর সিএনএন, বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এই ঝড়টি ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে রেকর্ড যেকোনো ঝড়ের চেয়ে বেশি শক্তিশালী। বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ মাইলে স্থানীয় সময় সকাল ১১টায় বাহামার আবাকো দ্বীপে আঘাত করেছে হ্যারিকেন ডোরিয়ান। এনএইচসি জানায়, সেখানে বিপর্যয়কর অবস্থা সৃষ্টি করেছে হ্যারিকেনটি।

সিএনএন জনিয়েছে, ডোরিয়ানের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে আবাকো দ্বীপ। সেখানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ধ্বংস হওয়ারও খবর পাওয়া যাচ্ছে।

ঝড়টি বাহামা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারোলিনা রাজ্যে আঘাত করতে পারে।

টপ নিউজ হ্যারিকেন ডোরিয়ান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর