সাড়ে ৭ লাখ কাব স্কাউট তৈরির উদ্যোগ
২ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৪
ঢাকা: স্কাউটিংয়ের মাধ্যমে স্বেচ্ছাসেবী, দেশপ্রেমিক, যোগ্য ও দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে দেশে নতুন করে ৭ লাখ ৪৫ হাজার কাব স্কাউট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ‘প্রাথমিক বিদ্যালয়সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ’ নামের একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি ৪০ লাখ টাকা।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা সারাবাংলাকে বলেন, প্রকল্পটি প্রস্তাব পাওয়ার পর চলতি বছরের ৩০ মে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ডিপিপিটি মঙ্গলবার অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ স্কাউটস।
প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে- জাতীয় অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ে ৩৬টি নতুন অবকাঠামো নির্মাণ, ১২টি কাব স্কাউট ভবন সংস্কার ও সম্প্রসারণ, কাবলিডারদের প্রশিক্ষণ, ইউনিটের উৎসাহ-উপকরণ ক্রয়, সমাজ উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা এবং কাব লিডারদের সম্মানী দেওয়া।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, স্কাউটিং বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবামূলক যুগোপযোগী আন্দোলন। এটি শিশু-কিশোর ও যুবকদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী নিয়মিত প্রশিক্ষণ ও ব্যক্তি জীবনে তার ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায়। সংখ্যা ও মানের দিক থেকে বাংলাদেশ স্কাউটস বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে দেশে স্কাউটের সংখ্যা ১৬ লাখ ৭৯ হাজার জন। এর মধ্যে সাত লাখ ৬৫ হাজার কাব স্কাউট রয়েছে। আর প্রস্তাবিত নতুন উদ্যোগটির বাস্তবায়ন হলে কাব স্কাউটের সংখ্যা দাঁড়াবে ১৫ লাখ ১০ হাজার।
সূত্র আরও জানায়, বর্তমানে দেশের ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০ হাজার ৭০০টিতে কাব লিডার নেই। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে এ প্রতিষ্ঠানগুলোতে ৩০ হাজার ৭০০টি নতুন কাব দল গঠনের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় সক্রিয় ইউনিট আছে, সেখানে একজন করে প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট লিডারের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে স্কাউটের তহবিল সংকটের কারণে প্রতিবছর বেশিসংখ্যক দল উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নিতে পারছে না। এছাড়া ইউনিট পর্যায়ে সপ্তাহে একদিন নিয়মিত প্যাক মিটিং পরিচালনার জন্য প্রয়োজনীয় উৎসাহ-উপকরণ ও কাবিংয়ে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। ফলে ইউনিট লিডারদের নিয়মিত বেসিক ও উচ্চতর প্রশিক্ষণ এবং বার্ষিক অন্যান্য কাব স্কাউট কার্যক্রম বাস্তবায়নে ট্রেনিং রুম, ট্রেনিং ইকুইপমেন্ট, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী আবাসন, তাবু সংকট ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ জন্য প্রকল্পটির প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আবুল কালাম আজাদ কমিশনের মতামত দিতে গিয়ে বলেন, প্রকল্পটির মাধ্যমে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে কাব-স্কাউটিং কার্যক্রম সম্প্রসারিত হবে। এর ফলে প্রাথমিক শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ ঘটবে। এজন্য প্রকল্পটি অনুমোদনযোগ্য।