Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যুর মৃত্যু


২ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নুরুল কাদের রানা (৩৪)। র‌্যাবের দাবি, নিহত নুরুল একজন জলদস্যু ছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাতারবাড়ি সাইরার ডেইলে র‌্যাব-৭ এর একটি দলের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহত নিহত নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, রানা বঙ্গোপসাগর এলাকার একজন কুখ্যাত দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মাতারবাড়ি সাইরার ডেইলে অভিযান চালায় র‌্যাবের একটি দল। তবে তাদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থলে নুরুল কাদের রানার মৃতদেহ পাওয়া যায়।

এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ সাতটি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

জলদস্যুর মৃত্যু টপ নিউজ বন্দুকযুদ্ধে মৃত্যু মহেশখালীতে বন্দুকযুদ্ধ