Thursday 17 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনে নারায়ণগঞ্জ জেলাবাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


২ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৭

স্পেন: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়ে গেলো প্রবাসী নারায়ণগঞ্জ জেলাবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাদ্রিদে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের রাজপূতে ঈদ পরবর্তী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। স্পেনে বসবাসকারী নারায়ণগঞ্জের বিপুল সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

নারায়ণগঞ্জের প্রবীণ ব্যক্তি আবু বক্কর সিদ্দিক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন সানাউল্লাহ শানু, গোলজার সরওয়ার টিটু, আজহার খান, আকবর শেঠ, নাদির জুনায়েত ও খসরু হাসান।

এদিন প্রায় দুইশত প্রবাসী বাঙালি ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে অংশ নেয়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় লাভাপিয়েসের রাজপূত রেস্টুরেন্ট। অনুষ্ঠানে আলোক কুঞ্জের ব্যানারে হানিফ মিয়াজী, সোহেল রানা, হোসাইন ইকবাল, আল আমীন ও আবিদুর রহমান জসিমের একাধিক গান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

আয়োজকরা জানান, পরিবার-পরিজন ছাড়া প্রবাসে ঈদ কেবলই আনুষ্ঠানিকতা। তাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসীদের কিছুটা আনন্দের উপলক্ষ এনে দেয়। প্রবাসী বাংলাদেশিরাও এতে মেতে ওঠেন অনাবিল আনন্দে।

আয়োজক সোহেল ভূইয়া জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রবাসে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, সে জন্যই তারা এই মিলনমেলার আয়োজন করেছেন।

সংগঠনের সাবেক সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া ও হোসেন মুকুলের সার্বিক তত্ত্বাবধায়নে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নূর হোসেন পাটোয়ারী, রাজনীতিবিদ মোজাম্মেল হোসেন মনু, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি লুৎফুর রহমান, উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, নাজু ইসলাম, ব্যাবসায়ী শাহ আলমসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম আসলাম, তরিক হাসান প্রধান, আরিফ রহমান, গাজী কামরুজজামান মাসুম, সাজিদ মাওলা, মিনহাজুল ইসলাম মুসা, নারায়ণগঞ্জ জেলাবাসীর মো. আমীর হোসেন, শরীফ হাসান প্রধান, মো. সুমন, মো. আফজাল, মো. শিবলু, মো. জাহাঙ্গীর, মো. আতিক, মাহ্দী হাসান, চুনু মিয়া, সম্রাট প্রধান, মো. লিটন, শান্ত, শীতল, সুমন চিশতী, শান্ত, রুবেল মাহমুদ প্রমুখ।

ঈদ পুনর্মিলনী নারায়ণগঞ্জ জেলাবাসী স্পেন

বিজ্ঞাপন
সর্বশেষ

সয়াবিন ও পাম তেলে ভ্যাট ছাড়
১৭ অক্টোবর ২০২৪ ১৭:৩০

সম্পর্কিত খবর