ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছে। রাজধানীর নাইটেঙ্গল হয়ে পুরো পল্টন জুড়ে এখন বিএনপির নেতাকর্মীদের ভির।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২ সেপ্টেম্বর) এই র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারের দিকে যাওয়ার কথা রয়েছে।
এদিকে র্যালি পূর্ববর্তী সভায় উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ, দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্মমহাসচিব ও কেন্দ্রীয় কমিটির নেতারা। এছাড়া র্যালিতে অংশ নেওয়ার জন্য ঢাকার আশেপাশের জেলা থেকে ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয়েছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।