Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমন্ড ফেব্রিক্স ও পোড়াবাড়ী সুইটসের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা


২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫২

ঢাকা: পরিমাপ এবং ওজনে কারচুপির অপরাধে ওয়ারীর রেমন্ড ফেব্রিক্স এবং রামপুরার পোড়াবাড়ী সুইটস অ্যান্ড বেকারির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই’র উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল হক সোমবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানান।

বিএসটিআই থেকে বলা হয়, সোমবার ঢাকা মহানগরীর ওয়ারী ও রামপুরা এলাকায় অভিযান চালায় বিএসটিআই। এ সময় দেখা যায়, ওয়ারীর রেমন্ড ফেব্রিক্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে কাঠের গজকাঠি ব্যবহার করছে। আর রামপুরা এলাকায় পোড়াবাড়ী সুইটস অ্যান্ড বেকারির দইয়ের মোড়কে পণ্যের নাম, ওজন, দাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নাই। এছাড়া প্রতিষ্ঠানটির ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ নাই, যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী অপরাধ। এ জন্য প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।

পোড়াবাড়ী সুইটস বিএসটিআই রেমন্ড ফেব্রিক্স

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর