ঢামেকে কমছে ডেঙ্গু রোগী, বাড়ছে রক্ত পরীক্ষার ভিড়
২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তবে হাসপাতালের প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার জন্য আসা আতঙ্কগ্রস্ত মানুষের ভিড় কমেনি।
হাসপাতালের প্যাথলজি বিভাগে দেখা যায়, রক্ত পরীক্ষার দীর্ঘ লাইন। কেউ এসেছেন ডেঙ্গু জ্বরের পরীক্ষা করতে। কেউ এসেছেন রক্তের প্লাটিলেট পরীক্ষা করতে।
সানজিদা আক্তার এসেছিলেন হাজারীবাগ থেকে। রোববার (১ সেপ্টেম্বর) ডেঙ্গু পরীক্ষার নমুনা দিয়েছিলেন। সোমবার দুপুরে পরীক্ষার রিপোর্ট নিতে এসেছিলেন।
সানজিদা জানান, কয়েকদিন ধরে শরীরে জ্বর ছিল। রিপোর্ট হাতে পেয়ে খুশি হয়েছেন। কারণ ডেঙ্গু নেগেটিভ এসেছে। এমনকি আরও অনেকের ডেঙ্গু নেগেটিভ এসেছে।
কথা হয় আজিমপুর থেকে আসা হুসনে আরার সঙ্গে। তারও কয়েকদিন যাবৎ জ্বর। আজ এসেছেন রক্ত পরীক্ষা করতে। তার বিশ্বাস ডেঙ্গু হয়নি। তবুও এসেছেন রক্ত পরীক্ষা করতে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলোজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আজিজ আহমেদ খান বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও কমেনি পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা।
ডা. আজিজ বলেন, চব্বিশ ঘণ্টায়ই ডেঙ্গুর পরীক্ষা চলছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এনএসওয়ান পরীক্ষা করেছে ১৬২ জন রোগী, সিবিসি পরীক্ষা করেছেন ৩৫০ জন, এবং আইজিজি পরীক্ষা করেছে ১৫০ জন।
হাসপাতাল সুত্রে জানা যায়, গত জুলাই মাসে চিকিৎসা নিয়েছিলেন দুই হাজার চারশত চৌশট্টি জন, আগস্ট মাসে রোগীর সংখ্যা বেড়ে হয়েছিল ৩ হাজার ৭৫৯ জন। এ বছর সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৪৫৮ জন।
রোববার ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ৪৪১ জন। সোমবার চিকিৎসা নিচ্ছেন ৪১৭ জন রোগী।