আসাম সফরে যাচ্ছেন অমিত শাহ্
২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪০
ভারতের কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আগামী সেপ্টেম্বরের ৮ তারিখ থেকে দুইদিনের সরকারি সফরে আসাম যাচ্ছেন। এ সময় তিনি নর্থ ইস্টার্ন কাউন্সিল (এনইসি) সম্মেলনে অংশ নেবেন। খবর হিন্দুস্থান টাইমসের।
এ সফরে তিনি উত্তর পূর্বাঞ্চলীয় আট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্ণরদের সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) প্রকাশিত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর এই আসাম সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।
উল্লেখ করা যায় যে, ঐ তালিকা থেকে ১৯ লাখ লোক ইতোমধ্যেই বাদ পড়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে এদের সবাই ১৯৭১ সালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। বর্তমানে ভারতের নাগরিকদের থেকে তাদের পৃথক করার তাগিদ থেকেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।
এই আঞ্চলিক উত্তেজনার মধ্যে অমিত শাহের এই আসাম সফরের দিকে তাকিয়ে আছেন সেখানকার সাধারণ জনগণ।