Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা নিয়ে কর্মশালা


২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫৭

প্রিমিয়ার ব্যাংকের প্রশিক্ষণ প্রতিষ্ঠান দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড লার্নিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ঋণ ব্যবস্থা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ‘ম্যানেজিং লোন পোর্টফলিও, মনিটরিং অ্যান্ড রিকভারি অফ নন-পারফরমিং লোন’ শীর্ষক এই কর্মশালায় ব্যাংকের ২৫টি শাখার ব্রাঞ্চ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার ও রিকভারি অফিসার অংশ নেন।

প্রিমিয়ার ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। এছাড়া ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আওলিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ্ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিমউদ্দৌলাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী কর্মশালায় বলেন, ব্যাংক হলো দেশের র্অথনৈতিক প্রবৃদ্ধির একমাত্র সোপান, যার টাকার প্রবাহ উদ্যোক্তা তৈরি করে। আবার যেসব যারা আগে থেকেই উদ্যোক্তা, তাদের জন্য সহযোগিতা জোগান দেন, যেন তাদের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে র্কমসংস্থানের প্রবৃদ্ধি ঘটে, জিডিপি প্রবৃদ্ধি ঘটে।

তিনি আরও বলেন, ব্যাংকাররা ব্যবসায়ী নন, তারা ফ্যাসিলিটেটর হিসেবে মূল কাজটি করে থাকেন। ব্যাংকারদের দায়িত্ব হলো উদ্যোক্তার ব্যবসাকে সহায়তা করা। ব্যবসাকে সহজ করে দেওয়া।

ঋণ ব্যবস্থাপনা কর্মশালা প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর