Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৪ শতাংশ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, নতুন ভর্তি ৮৬০ জন


৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪১

ঢাকা: আগস্ট মাসের শেষ সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসছিলো। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে সেপ্টেম্বরের প্রথম দিনেও। রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৬৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এখন পর্যন্ত ৯৪ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৩৯৬ জন এবং ঢাকার বাইরে ৪৬৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭৫৪ জন রোগী।

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭১ হাজার ৯৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৭ হাজার ৮৪৩ জন। অর্থাৎ ৯৪ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন পর্যন্ত। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩ হাজার ৯৩১ জন রোগী। বাকি ১৮৮ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৫৭ জন ডেঙ্গুতেই মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা বলেন, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮৮ টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ৯৬ টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৫৭ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

ওই ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৮২ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৫৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ১৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯ জন রোগী, নিটোরে ৩ জন ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০৯ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন ও খুলনা বিভাগে ১৪৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৬১ জন, সিলেট বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর