Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জ: সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামের আজমান উল্লার দুই ছেলে রাহান (১১) ও সাহান (৯) খেলা করছিল বাড়ির পাশের পুকুর পাড়ে।

দুই ভাইয়ের মধ্যে রাহান প্রতিবন্ধী, ফলে ছোটভাই সাহানকে তার দিকে বিশেষ খেয়ালও রাখতে হয়।

খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় রাহান। তাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে ঝাঁপ দেয় সাহানও। কিন্তু শেষ পর্যন্ত নিজেও ডুবে যায় সে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়রা দুইভাইকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এদিকে দুই শিশুর এমন  মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

দুই শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু প্রতিবন্ধী ভাই

বিজ্ঞাপন

গুগলের নতুন স্মার্টওয়াচ!
২৬ জুলাই ২০২৫ ২০:০৯

আরো

সম্পর্কিত খবর