Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে অংশ নিতে বাধা নেই খালেদার: মওদুদ


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:১১

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত থেকে ৫  বছরের সাজা পেলেও আগামী নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার কোনো বাধা নেই বলে মনে করেন তার আইনজীবী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রায়ের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং জামিন পাবেন।’

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এটা হলো ফার্স্ট কোর্ট,  এর পর হাইকোর্ট হবে।  তারপর সুপ্রিম কোর্ট হবে। সেখানেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত হবে— তিনি নির্বাচন করতে পারবেন, কি পারবেন না? যদি প্রয়োজন পড়ে বিষয়টি আদালতে গড়াবে। এ ব্যাপারে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।  আমাদের মতে তিনি নির্বাচন করতে পারবেন জামিনও পাবেন।’

খালেদা জিয়ার সাজা আইন সম্মত হয়নি দাবি করে তিনি বলেন, ‘আমরা মনে করি খালেদা জিয়ার সাজা সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে হয়নি। এটা একটি রাজনৈতিক প্রতিসিংহার প্রতিফলন। আমরা আজকেই যে কোনোভাবে একটা কপি নেওয়ার চেষ্টা করব। আমাদের আইনজীবীরা ওখানে অপেক্ষা করবেন। যতক্ষণ লাগে তারা ওখানে থাকবেন। কপি আমরা পেলে উচ্চ আদালতে মামলা ফাইল করব সাথে সাথে জামিন চাওয়া হবে।’

একই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণ এ রায় প্রত্যাখান করেছে। আমরা এ রায় প্রত্যাখ্যান করছি। এ রায় খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য,  এক দলীয় শাসন কায়েম করার জন্য।’

এ রায় রাজনৈতিক সংকটকে আরও ঘণীভূত করবে উল্লেখ করে তিনি বলেন,  ‘গত ৩ দিন ধরে তারা দেশে যুদ্ধাবস্থা তৈরি করেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করছে। সারা শহরে আওয়ামী সন্ত্রাস দিয়ে মোড়ে মোড়ে পাহাড় বসিয়েছে।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগ বরাবরাই সন্ত্রাস করে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা শান্তি চাই। গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করতে চাই। দলের চেয়ারপারসন খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে কোনো হটকারী কর্মসূচি না দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের। আমরা সেটাই করব।’

‘আমাদের সব শেষ দাবি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। সকল রাজবন্দিকে মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন’—বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/ইএইচটি/এজেড/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর