Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাছিরের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৮

ঢাকা: ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ আবেদনের উপর শুনানি শেষে জামিন আবেদন ফেরত দেন হাইকোর্ট।

ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির গত ১ সেপ্টেম্বর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

ঘুষ লেনদেনের মামলায় গত ২৩ জুলাই এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে জেল কোড অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এরপর গত ২২ জুলাই তাকে গ্রেফতার করা হয়।

টপ নিউজ বাছিরের আবেদন ফেরত হাইকোর্টের


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর