Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সাথে দ্বি পাক্ষিক আলোচনায় আগ্রহী নয় ইরান


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইরানের পার্লামেন্টে এক উন্মুক্ত আলোচনায় বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে দ্বি পাক্ষিক আলোচনায় আগ্রহী নয়। ইরানের রাষ্ট্রীয় বেতারের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই দ্বি পাক্ষিক আলোচনায় বসার অনেক প্রস্তাবপই আমাদের কাছে এসেছে। কিন্তু আমাদের আগ্রহ নাই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করার। তাই এরকম কোন আলোচনার সিদ্ধান্ত হওয়ার প্রশ্নই আসে না।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছেন। যেন ইরানের পক্ষ থেকে কোন শর্ত ছাড়াই দ্বি পাক্ষিক আলোচনায় বসে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো মিটিয়ে ফেলা যায়।

বিজ্ঞাপন

এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় যেতে চায় না ইরান।

তবে ইউরোপের মধ্যস্থতায় এই দুই দেশের মধ্যে দ্বি পাক্ষিক আলোচনা হতে পারে। ইউরোপিয়দের পক্ষ থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে ইরানের অর্থনীতিকে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে।

ইরান ডোনাল্ড ট্রাম্প দ্বি পাক্ষিক আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রেসিডেন্ট হাসান রুহানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর