Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় নারীর পা বিচ্ছিন্ন: বাসচালক কারাগারে


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫১

ঢাকা: রাজধানীর বাংলামোটরে বাসচাপায় বিআইডব্লিউটিসি-এর কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বাসচালক মোরশেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব ।

মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর মো. খায়রুল আলম আসামি মোরশেদকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীব তার জবানবন্দি রেকর্ড করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে মোরশেদকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর) এর সদস্যরা।

গত ২৭ আগস্ট দুপুর আড়াইটার দিকে অফিস থেকে ব্যাংকে টাকা তুলতে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে মিচুয়াল ট্রাস্ট ব্যাংকে যাচ্ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় চৌধুরী।

এসময় কারওয়ান বাজার থেকে শাহবাগগামী বেপরোয়া গতির ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১১-৯১৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতে বাসের চাকার নিচে ওই নারী কর্মকর্তার বাম পায়ের হাঁটুর নিচে থেঁতলে যায়। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল এবং পরে পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসকরা তার পা কেটে ফেলতে বাধ্য হন।

কারাগার পা বিছিন্ন বাসচাপা বাসচালাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর