Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুড়ি গঙ্গায় হঠাৎ যৌবন


৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৭ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৬

একদিন ভরা যৌবন ছিল বুড়িগঙ্গারও। তখন রাতের বেলা নদীর বুকে অসংখ্য পালতোলা নৌকায় জ্বলতো ফানুস বাতি। নানা রঙের নৌকা থেকে ভেসে আসতো ভাটিয়ালি সুর। সৃষ্টি হতো অপরূপ সৌন্দর্যের। বুড়িগঙ্গার সেই সৌন্দর্য আর নেই। কালের বিবর্তনে লুট হয়ে গেছে বুড়িগঙ্গার সেই সৌন্দর্য। তার পরও প্রতি বর্ষায় হারানো যৌবন ফিরে আসে কিছুটা, কয়েক সপ্তাহের জন্য। এসময় নদীর বুকে দেখা দেয় রঙিন পালের নৌকা, মাঝিদের কণ্ঠে ভাসে গান।

ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট  সুমিত আহমেদ। 

বিজ্ঞাপন

 

পাল তোলা নৌকা বুড়িগঙ্গা ভরা যৌবন