গরু আটকে ‘হয়রান’ পুলিশ
৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪০
সিলেট: চোরাচালানের ৩০টি গরু আটকের পর অনেকটা বিপাকে সিলেটের কানাইঘাট থানা পুলিশ। একসঙ্গে এতগুলো গরু রাখার জায়গার সংস্থান, প্রতিদিনের খাদ্য জোগাড় করা, গোবর পরিস্কার এসব নিয়ে হয়রান থানার পুলিশ সদস্যরা। এতে থানার দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে।
জানা গেছে, দুই দফায় সিলেটের কানাইঘাট থানা পুলিশ ৩০টি ভারতীয় গরু আটক করেছিল। এর মধ্যে গত ২২ আগস্ট ভারত থেকে নিয়ে আসা ১৯টি ও ২৭ আগস্ট আরও ১২টি ভারতীয় গরু আটক করে থানা পুলিশ। কিন্তু আইনি জটিলতার কারণে গরুগুলোর নিলাম বা বিক্রি করতে পারছে না পুলিশ। যার কারণে গরুগুলোকে থানায় রাখতে হচ্ছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা সারাবাংলাকে জানান, কানাইঘাটে সীমান্ত এলাকা থাকায় বিভিন্নভাবে অবৈধ পথে ভারতীয় গরু আসছে। পুলিশ অভিযান চালিয়ে এসব গরু আটক করেছে। কিন্তু আটক করার পর গরুগুলোর খাবার ও আবাসন নিয়ে সমস্যা হচ্ছে। বিধান অনুযায়ী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গরুও নিলাম করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে।