Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার


৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৭

চাঁদপুর: চাঁদপুরে ধর্ষণের অভিযোগে মো. সোহেল হোসেন (৩১) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় সোহেলকে গ্রেফতার করা হয়। তিনি শাহরাস্তির সেনগাঁও গ্রামের বাসিন্দা।

শাহরপাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নির্যাতিত তরুণীর (১৮) বাবা স্থানীয় বাজারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল। তবে বিয়ের কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যেতেন।

এক পর্যায়ে মঙ্গলবার বিকেলে তরুণীর বাবা শাহরাস্তি থানায় সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে মামলার কথা জানতে পেরে সোহেল ওই তরুণীর বাড়ি গিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

ওসি বলেন, শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতা গ্রেফতার টপ নিউজ ধর্ষণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর