Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়


৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসবাসযোগ্যতার ভিত্তিতে ১৪০ শহরের একটি বৈশ্বিক তালিকা তৈরি করেছে ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় ১৩৮তম অবস্থানে রয়েছে ঢাকা।অর্থাৎ শেষের দিক থেকে তিন নম্বরে অবস্থান এই শহরটির। খবর সিএনএনের।

স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই কয়েকটি বিষয় বিবেচনায় রেখে তালিকাটি তৈরি করা হয়েছে।

আগের বছরের মতোই ২০১৯ সালের তালিকায়ও প্রথমে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ দশ বসবাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রেলিয়া, কানাডা এবং জাপানের আধিপত্য রয়েছে।

রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে প্যারিস ও হংকং যথাক্রমে তালিকার ২৮ এবং ৩৮তম স্থানে নেমে গেছে। সিঙ্গাপুর আছে ৪০তম স্থানে। আর দুবাইয়ের অবস্থান ৭০-এ। পরিবেশ দূষণের কারণে দিল্লি এবং কায়রোর অবস্থান তালিকার নিচের দিকে নেমে গেছে।

বিজ্ঞাপন

তালিকার একেবারে তলানীতে অবস্থান করায় বসবাস অযোগ্যতার দিক থেকে প্রথমে আছে সিরায়ার রাজধানী দামাস্কাস। দ্বিতীয় স্থানে আছে নাইজেরিয়ার লাগোস। এরপরই ঢাকার অবস্থান।

ঢাকা দামাস্কাস দিল্লি দুবাই প্যারিস বসবাস অযোগ্য বসবাসযোগ্য ভিয়েনা মেলবোর্ন হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর