Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে পদক ২০১৮ পেলেন যারা


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১১

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

ঢাকা: ভাষা আন্দোলন, শিল্পকলা, সাংবাদিকতা, গবেষণা, অর্থনীতি, সমাজসেবা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানেরর জন্য একুশজনকে দেওয়া হয়েছে একুশে পদক। এর মধ্যে রয়েছে চারজন পেয়েছেন মরণোত্তর পুরস্কার।

ভাষা আন্দোলনে মরহুম আ. জা. মা. তকীউল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম পেয়েছেন একুশে পদক ২০১৮।

শিল্পকলার সংগীত বিভাগে একুশে পদক পেয়েছেন পাঁচজন। তারা হলেন শেখ সাদি খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, খুরশীদ আলম ও মতিউল হক খান।

নৃত্যশিল্পী মিনু হক একুশে পদক পেয়েছেন শিল্পকলার নৃত্যে বিশেষ অবদানের জন্য।

অভিনেতা হুমায়ূন ফরীদি মরণোত্তর একুশে পদক পেয়েছেন শিল্পকলার অভিনয় বিভাগে।

নিখিল সেন (নিখিল কুমার সেনগুপ্ত) শিল্পকলার নাটকের জন্য, কালিদাস কর্মকার শিল্পকলার চারুকলায় ও গোলাম মুস্তাফা শিল্পকলার আলোকচিত্রে পেয়েছেন একুশে পদক।

সাংবাদিকতায় ২০১৮ সালের একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হলেন রণেশ মৈত্র। গবেষণায় মরণোত্তর পদক পেয়েছেন ভাষাসৈনিক প্রফেসর জুলেখা হক।

অর্থনীতিতে ড. মইনুল ইসলাম ও সমাজসেবায় অভিনেতা ইলিয়াস কাঞ্চন পেয়েছেন একুশে পদক।

ভাষা সাহিত্যে পাঁচজন পেয়েছেন একুশে পদক। তারা হলেন সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী।

২০ ফেব্রুয়ারি গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/পিএ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর