Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ২শ ফগার মেশিন কিনছে সরকার


৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২০

ঢাকা: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ২শ ফগার মেশিন কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটি (পারচেজ)। একই সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে ১৫০টি হাতে পরিচালিত মেশিন এবং ৪০ হাজার লিটার মেলাথিন কীটনাশক কেনার।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এসব সরঞ্জাম কিনতে খরচ ধরা হয়েছে ৫ কোটি ৩২ লাখ ৫৫ হাজার টাকা। আগামী ১ মাসের মধ্যে অনুমোদিত সরঞ্জাম কেনা হবে। আর এসব সরঞ্জাম ব্যবহার করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এসব তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, এবারের ডেঙ্গু স্মরণকালের ভয়াবহতা দেখিয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিষয়টি জাতীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখছে সরকার। শুরুর দিকে সেবাদান প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় না থাকলেও ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে।

অর্থমন্ত্রী আরো জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব না পাওয়ায় এবার শুধুমাত্র উত্তর সিটি করপোরেশনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ক্রয় সংক্রান্ত্র মন্ত্রীসভা কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর