সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে বেসিসের সদস্য হতে হবে
৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৯
ঢাকা: সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য হতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেসিসের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, ‘বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ১৩ ধারার বিধানমতে এখন থেকে সফটওয়্যার খাতের সকল ব্যবসা প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে বেসিস-এর সদস্যপদ গ্রহণ করতে হবে। সফটওয়্যার প্রতিষ্ঠানের বেসিস-এর সদস্যপদ আছে কিনা তা এখন থেকে সকল ক্ষেত্রে যাচাই করা হবে।’
এতে আরও বলা হয়, ‘ইস্যুকৃত পরিপত্র অনুযায়ী সফটওয়্যার খাতে ব্যবসা পরিচালনা করতে হলে বাধ্যতামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের বেসিস-এর সদস্যপদ থাকা লাগবে এবং সরকারি, বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে বেসিস-এর সদস্যপদ রয়েছে কিনা সেটি যাচাই করা হবে।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়ার নির্দেশ
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে বেসিস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এবং বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। তাই সকল ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে একজোট হয়ে এ খাতের উন্নয়নে কাজ করে যাবে বেসিস।’
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ পরিচালক বাণিজ্য সংগঠনের কার্যালয় থেকে এই পরিপত্র জারির জন্য বেসিস নির্বাহী পরিষদের পক্ষে তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।