Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের ভাসানচর পাঠাতে টোকিওর সমর্থন চেয়েছে ঢাকা


৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৫

ঢাকা: রোহিঙ্গাদের যথাযথ সম্মান এবং পূর্ণ নাগরিক অধিকার নিয়ে তাদের নিজ জন্মভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য জাপানের সহায়তা চেয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পাশাপাশি আপৎকালীন সময়ে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতেও পূর্বের এই দেশটির সহযোগিতা ও সমর্থন চেয়েছেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানান হয়।

বিজ্ঞাপন

বার্তায় বলা হয়, চতুর্থ ভারত মহাসগরীয় সম্মেলনে (ইন্ডিয়ান ওশেন কনফারেন্স) যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এখন মালদ্বীপ সফর করছেন। সম্মেলনের এক ফাঁকে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোসিকো আবে’র সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

হলি আর্টিজানের অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত জাপানি নাগরিকদের সবগুলো পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখা করায় জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোসিকো আবে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত জাপানি নাগরিকদের নামে বাংলাদেশ মেট্রোরেলের নাম রাখার সিদ্ধান্ত নেয়ায় প্রতিমন্ত্রী তোসিকো আবে আনন্দ প্রকাশ করেন।

যমুনা নদীর ওপর দিয়ে রেলসেতু নির্মাণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জাপানের সহযোগিতা চাইলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোসিকো আবে জানান, এই প্রকল্প বাস্তবায়নে ঢাকাকে প্রয়োজনীয় সহযোগিতা করবে টোকিও।

জাপানের সহায়তা ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর