Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সিআইডির পরিদর্শকের মৃত্যু


৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুরের উলুখোলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শকের মৃত্যু হয়েছে।

নিহত সিআইডি সদস্যের নাম মোশারফ হোসেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকায়।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুবাইলের উলুখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুবাইল থানার ওসি নাজমুল হাসান জানান, গতরাতে পরিদর্শক মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। সাড়ে ৮টার দিকে উলুখোলা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন মারা যান। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

তবে দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

মোশারফের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

কাভার্ডভ্যান চাপায় কাভার্ডভ্যান চাপায় মৃত্যু মোটরসাইকেল চালকের মৃত্যু সিআইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর