Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ঘণ্টা চেষ্টার পর নিভেছে সুতা কারখানার আগুন


৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৯

সাভার: আগুনে পুড়ে গেছে সাভারের আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানার গোডাউনে রাখা কাঁচামাল। বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলসে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এজিজ কটন মিলসটি জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন।

ফায়ার সার্ভিসের চার নম্বর জোনের কমান্ডার আনোয়ারুল হক বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার এজিজ কটন মিলসে আগুন লাগার খবর পান তারা। এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় ততক্ষণে পুড়ে যায় গোডাউনে থাকা সুতা তৈরির সব কাঁচামাল। পরে তিন ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় আগুন নেভানো সম্ভব হয়।

আগুন কীভাবে লাগলো বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আনোয়ার হোসেন মঞ্জু এজিজ কটন মিলস কারখানার আগুন সুতা কারখানায় আগুন