Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ১০ কেজি সোনাসহ নারী কেবিন ক্রু আটক


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৮

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১০ কেজি সোনাসহ ইউএস-বাংলা এয়ারলাইন্সের নারী কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আলমগীর হোসেন।

তিনি সারাবাংলাকে জানান, মস্কো টু ঢাকা ফ্লাইটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নারী কেবিন ক্রু হিসেবে ছিলেন রোকেয়া শেখ মৌসুমী। বেলা ১১টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। এরপর রোকেয়া ইমিগ্রেশন ও কাস্টমস পেরিয়ে ডমিস্টিক গেইট দিয়ে বের হয়ে গাড়িতে উঠছিলেন। এমন সময় এপিবিএন এর সদস্যরা তার কাছে কিছু আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। কিন্তু এপিবিএন তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে এসে সবার উপস্থিতিতে দেহ তল্লাশী করে তার দুই পায়ে লুকানো অবস্থায় ৬টি বান্ডিল পাওয়া যায়। যাতে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮২টি সোনার বার ছিলো।

আলমগীর হোসেন আরও বলেন, আটক সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১০ কেজি সোনা ইউএস বাংলার নারী ক্রু আটক ইউএস-বাংলা নারী কেবিন ক্রু

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর