Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রী-সন্তানকে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৮

ফাইল ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় পারিবারিক কলহের জেরে এক নারী ও তার শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এই রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ২২ মার্চ রাতে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় পারিবারিক কলহের জের ধরে মাজেদা বেগম ও তার ছয় মাসের সন্তান রিদোয়ান আহম্মেদকে হত্যা করা হয়। নিজের বাবা-মায়ের সহায়তায় মাজেদার স্বামী মো. ছাবের আলী এই হত্যাকাণ্ড ঘটান বলে অভিযোগ প্রমাণিত হয়। রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর স্বাক্ষ্য দেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় আসামি মো. ছাবের আলীকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডবিধির ৩৪ ধারায় সহযোগিতার দায়ে ছাবেরের বাবা মো. মাহবুব আলী ও মা রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তবে মামলার আরেক আসামি মো. শাহজাহান নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ড যাবজ্জীবন দণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর