Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম বেঞ্চে বসা নিয়ে বচসা, সহপাঠীর ঘুষিতে স্কুলছাত্রের মৃত্যু


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৯

সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে শ্রেণিকক্ষের প্রথম ব্রেঞ্চে বসা নিয়ে বচসায় সহপাঠীর ঘুষিতে মাজিদ ইসলাম (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাজিদের সহপাঠী সাইফুল ইসলামকে (১৪) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফেঞ্চুগঞ্জের কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ক্লাসরুমে এ ঘটনা ঘটে। মৃত মাজিদ উপজেলার মল্লিকপুর গ্রামের আলতমা আলীর ছেলে। আটক সাইফুল একই উপজেলার মনুরটুক গ্রামের আমীর আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শ্রেণিকক্ষের প্রথম সারির বেঞ্চে বসা নিয়ে মাজিদের সঙ্গে সহপাঠী সাইফুলের ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে মাজিদকে নাকে ঘুষি দেয় সাইফুল। ঘুষি খেয়ে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে এসেছে। মাজিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টপ নিউজ সহপাঠীর ঘুষি স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর