রোকেয়া হলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্তে কমিটি গঠন
৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলে কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন- ঢাবি রোকেয়া হলে ২১ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বেগম আকতার কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহাকে তদন্ত কমিটির সদস্য সচিব ও রোকেয়া হলের আবাসিক শিক্ষক মনিরা বেগমকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
অভিযোগ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন- রোকেয়া হলে নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
এর আগে, গত ২৫ জুলাই রোকেয়া হলে চারটি পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেন হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা। বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক পদে ১ জন, বাগানের মালী পদে ১ জন, নিরাপত্তা প্রহরী পদে ৩ জন ও পরিচ্ছন্নতাকর্মী পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। ৩১ জুলাই ছিল ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোতে আবেদনের শেষ দিন। ১ সেপ্টেম্বর এসব পদে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার মদতে হল সংসদের সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে ২১ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি নিয়োগ বাণিজ্যের অভিযোগ রোকেয়া হল