Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৫ ভাগ রোগী সুস্থ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৮৮ জন


৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৬

ঢাকা: আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশের অতীতের সব সংখ্যা ছাড়িয়ে গেলেও সেপ্টেম্বরে ধীরে ধীরে কমে আসছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ৯৫ ভাগ রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টা সময়ে ৭৮৮ জন।

এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৩৩১ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৪২ জন রোগী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ সব তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৪ হাজার ৩৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেb ৭০ হাজার ৭৯০ জন। অর্থাৎ ৯৫ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এখন পর্যন্ত। বর্তমানে চিকিৎসাধীন ৩ হাজার ৩৭১ জন রোগী। বাকি ১৯২ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৫৭ জন ডেঙ্গুজনিত কারণে মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৯২টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ৯৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৫৭ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৬৩ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৩৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ১১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ২২ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৫ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১৪ জন রোগী, কুয়েত বাংলাদেশ সরকারি হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৭ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন ও খুলনা বিভাগে ১৩১ জন, রংপুর বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ৬২ জন, সিলেট বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এডিস ডেঙ্গু স্বাস্থ্য

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর