Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পী অজিত রায়কে গান-কথামালায় স্মরণ


৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রয়াত অজিত রায়কে গভীর স্মরণ করেছে অভ্যুদয় সংগীত অঙ্গণ। অজিত রায়ের হাতেগড়া এ সংগঠন গান আর কথামালায় স্মরণ করেছে তাদের প্রতিষ্ঠাতাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দামপাড়ায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘আমার অহংকার’ শীর্ষক এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে শিল্পী অজিত রায় স্মৃতি পুরস্কার দেওয়া হয় চার নবীন শিল্পীকে।

এতে কথামালায় অংশ নেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন ও ভারতের সহকারী হাই কমিশনের এটাচি মনোজ দত্ত পুরকায়স্থ।

বক্তারা বলেন, ‘এ দেশের স্বাধীনতায় অজিত রায়দের মতো শিল্পীদের অবদান অনেক বেশি। তাদের কণ্ঠস্বর জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের কাছে আমরা ঋণী। বতর্মান প্রজন্মের কাছে তাদের পরিচয় করিয়ে দিতে হবে।’

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ‘বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে হলে গান-কবিতার বিকল্প নেই। তাই শুদ্ধ সংগীতের চর্চার মাধ্যমে সংস্কৃতির বিকাশ করতে হবে।’

অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি প্রদ্যোৎ মজুমদার ও সাধারণ সম্পাদক শৈবাল বড়ুয়া। কথামালার আগে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়সী রায়। পরে অভ্যুদয়র শিল্পীদের পরিবেশনা শুরু হয়। ছয়টি গান ছিল অজিত রায়ের সুরারোপিত।

অজিত রায় স্মৃতি পুরস্কারের মধ্যে উত্তমমান পেয়েছে ৪ জন। তারা হলেন- নবনিতা দাশ, পুজা সেন, স্বরাজ সাহা, ঋতু দত্ত। তাদের নগদ পাঁচ হাজার টাকা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।

অজয় রায় শিল্পী স্মরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর